জেলার নিকলী উপজেলায় বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে সাহাদাত হোসেন (২) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শাহাদাত উপজেলার নিকলী নয়াহাটি গ্রামের তাবির হোসেনের ছেলে।
জানাগেছে, গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিশুটি চাচীর ঘরে খেয়ে সবার অলক্ষ্যে নিজ বাড়ীর পিছনে বিলের পানিতে পড়ে যায়।পরিবারে লোকজন অনেক খোঁজাখুঁজি করে সকাল আটটার বিলের পানিতে ভাসমান অবস্হায় শিশুটির লাশ দেখতে পায়। এলাকাবাসী পানি থেকে তুলে নিকটস্থ নিকলী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আরিফ ঘটনার সত্যাতা স্বীকার করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com