ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ পলিথিনের চোখ রাঙানো ঠেকাতে প্রশাসনের নেই কোন উদ্যোগ

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
মার্চ ২৪, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পলিথিন ব্যাগ বর্জন করে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে নেই কোন অভিযান, ফলশ্রুতিতে উপজেলার বিভিন্ন বাজার গুলো প্লাবিত হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগে। প্রতিনিয়ত বাজার বহনকারী শপিংব্যাগসহ উপজেলার হাট-বাজারের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যসামগ্রীর সঙ্গে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ফ্রি দেয়া হচ্ছে। যত্রতত্র ব্যাগ ফেলে দূষিত করা হচ্ছে পরিবেশ।

 

ঈশ্বরগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন গুলো প্রত্যক্ষ করলে দেখা যায়, হাট-বাজারগুলোতে বিস্তার হচ্ছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। প্রশাসনের কোন তৎপরতা না থাকায় এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে। কাঁচা বাজার, মুদির দোকানসহ ছোট-বড় সব দোকানে চলছে পলিথিন ব্যবহার।

 

উপজেলা কার্যালয় থেকে জানা যায়, ২০১৯ সালে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বারংবার অভিযান পরিচালনা করে। এতে ঈশ্বরগঞ্জ উপজেলাকে পলিথিন মুক্তের ঘোষণা করা হয় এবং বিভিন্ন জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার প্রচারে লিফলেট বিতরণ করা হয়েছিল।

 

এ বিষয়ে কয়েকজন ক্রেতা জানান, পলিথিন নিষিদ্ধ জেনেও ভুল করে বাজারের ব্যাগ না নিয়ে আসায় পলিথিন ব্যবহার করছে।

 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, পলিথিনের উৎপাদন কেন্দ্র যদি সরকার বন্ধ করা ব্যবস্থা করেন এবং নিয়মিত অভিযান পরিচালনা করেন তাহলে বাধ্য হয়েই পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করবে সবাই।

 

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন জানান, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সকলকেই সচেতন হওয়া দরকার। এছাড়া পলিথিনের বিরুদ্ধে আবারো দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com