পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আজ ৫ এপ্রিল ২০২২ খ্রি তারিখে ময়মনসিংহে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, ময়মনসিংহ এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম। তিনি নিরাপদ খাদ্যের বিভিন্ন দিক তুলে ধরে সকল ব্যবসায়ীদের রমজানে ভেজাল খাদ্য উৎপাদন এবং বিক্রয় থেকে দূরে থাকার নির্দেশনা দেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন এ ধরনের একটি সচেতনতা মূলক প্রশিক্ষণ আয়োজনের জন্য।
প্রশিক্ষণ কর্মসূচিতে নিরাপদ খাদ্য সম্পর্কিত প্রেজেন্টেশন প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ আতিকুর রহমান।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল মালিক সমিতির প্রতিনিধি এবং জেলা পর্যায়ের খাদ্য ব্যবসায়ীগণসহ প্রমুখ।
অনুষ্ঠানটি সকলের সাবলীল অংশগ্রহণের মাধ্যমে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলে একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়,ময়মনসিংহ এর পক্ষ থেকে রমজানে খাদ্য ব্যবসায়ীদের পালনীয় বিষয়াবলি সম্পর্কিত বিভিন্ন লিফলেট এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com