ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সাভারে চড়া দামে তরমুজ বিক্রি

মো: রওশন আলী,সাভার প্রতিনিধিঃ
এপ্রিল ৫, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

রোজা এবং চৈত্রের দাবদাহকে কেন্দ্র করে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। এই গরমে তরমুজ কেনায় ক্রেতাদের আগ্রহ থাকলেও চড়া দামে বিমুখ হচ্ছেন তারা।

ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে এনে তা কেজি হিসেবে বিক্রি করছেন। এ ব্যাপারে প্রশাসনিকভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা।

সাভার গেন্ডা পাইকারী ফল বাজারের ব্যবসায়ী মো: জিয়া জানান, রোজা উপলক্ষে মোকামে তরমুজের দাম বেশি। তাছাড়া শ্রমিক খরচ ও গাড়িভাড়া বেশি হওয়ায় দাম বেশি পড়ছে। এ জন্য তাদের একটু বেশিতেই বিক্রি করতে হচ্ছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) সাভার গেন্ডা পাইকারী ফল বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ক্রেতারা তরমুজ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবে রোজার মাঝামাঝিতে তরমুজের দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা ।

এ ব্যপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বেশি নিলে তা খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com