ময়মনসিংহের ১নং ফাঁড়ির ইনচার্জ হিসাবে এসআই মোঃ আনোয়ার হোসেন যোগদান করেছেন। তিনি এর আগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার সেকেন্ড অফিসার হিসাবে যোগদান করে সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন।
মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা) তাকে ১নং ফাঁড়ির ইনচার্জ হিসাবে দায়িত্ব প্রদান করেন।মঙ্গলবার রাতে এসআই আনোয়ার হোসেন তার আগের কর্মস্থল ডিবি অফিস থেকে নতুন কর্মস্থল কোতোয়ালী মডেল থানার ১নং ফাড়ি যোগদানের লক্ষ্যে কোতোয়ালি মডেল থানায় রওনা দিলে ডিবি পুলিশ বিশাল বহর নিয়ে এই দায়িত্বশীল এসআই আনোয়ার হোসেনকে এগিয়ে নিয়ে যান।এরপর ময়মনসিংহ কৌতুয়ালী মডেল থাানা ওসি শাহ্ কামাল আকন্দ এসআই আনোয়ার হোসেনকে নতুন কর্মস্থলের দায়িত্বে নিয়োজিত করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ১নং ফাড়ি হলো,ময়মনসিংহ নগরীর রাজধানী। এই এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে থাকলে নগরবাসীর কাছে পুলিশ বাহিনীর আস্থা, বিশ্বাস বৃদ্ধি পাবে। জনগনও শান্তিতে থাকবে।
১নং ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই আনোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, বিদায়ী পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যদের সহযোগিতা কামনা করে বলেন, আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখে ময়মনসিংহের চৌকস দায়িত্বশীল পুলিশ সুপার মোহাম্মদ আহমার দায়িত্ব প্রদান করেছেন, আমি তা পালন করতে কোন দ্বিধা করবো না। নগরবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আমি সেবা প্রদানের মাধ্যমে জনগণের পুলিশ হতে চাই। নগরীর এই অঞ্চলের মানুষের প্রয়োজনে রাতদিন ২৪ ঘন্টা কাজ করবো। ব্যবসা প্রধান অঞ্চল ফাড়ি এলাকার ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, আপনারা যে কোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন।
জানা যায়, পেশাদারিত্ব ও কৌশলগত প্রচেষ্টায় দায়িত্ব পালন করে অজ্ঞাতনামা ও চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদঘাটন, কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে জেলার বিভিন্ন থানা এলাকায় অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরবর্তীতে করোনা পরিস্থিতিতে মানবিক পুলিশি কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করায় ডিবির সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন ২০২০ সালের জন্য আইজিপি ব্যাজ প্রাপ্ত হয়েছিলেন।গত (২৩ ফেফ্রয়ারী ২০২২) বুধবার তিনি আই জি পি ব্যাজ পদকে ভুশিত হন।
উল্লেখ্য, ময়মনসিংহে কর্মরত ১নং ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান সাধারণ মানুষকে নাজেহাল ও অশ্লীল আচরণসহ বিভিন্ন অভিযোগের সততা পেয়ে (৪ এপ্রিল) সোমবার ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা) তাকে হালুয়াঘাট সার্কেলে বদলি করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com