সাবেক নেতা শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর একদিন পর, সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের ডি ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ন শনিবার দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ইউএই’র সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফেডারেল সুপ্রিম কাউন্সিলের দ্বারা নির্বাচিত হন। তার সৎ ভাই সদ্য সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা কয়েক বছর যাবত অসূস্থ থাকায়, পর্দার আড়াল থেকে কার্যতঃ তিনিই শাসন কাজ পরিচালনা করতেন। খবর এএফপি’র।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com