ঢাকারবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

খুঁজে যাই এখনো আবার

বাহারউদ্দিন আহম্মেদ (শ্রাবণ)
জুন ১৭, ২০২২ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

খুঁজে যাই এখনো আবার
বাহারউদ্দিন আহম্মেদ (শ্রাবণ)

আমি দায়বদ্ধতা থেকে
ভিন্নতার সাথে আলিঙ্গন করি,
নিজেকে হারিয়ে আবার নিজেকে খুঁজি।
— এই বিরামহীন কর্মযজ্ঞের পথে।

এই অবলায় নিজেকে হারাতে শিখে গেছি,
অজান্তেই আওড়িয়ে যায় প্রবৃদ্ধির স্বপ্ন গুলো।
আলেয়ার আশায়,
অন্ধ হয়ে গেছি ততক্ষনে আলো-আঁধার খেলায়
আমি হেরে গেছি।

নিতান্ত জিজ্ঞাসাবাদে নিজেকে খুঁজে যাই,
কখনো নদীর কাছে, কখনো পাহাড়ের কাছে
কখনোবা প্রতিকীরূপে নিজের কাছে।
— এই প্রকৃতির কাছেও নিজেকে খুঁজে পাই নি।

ভালবেসে প্রিয়তমার কাছে সুখ চেয়েছি,
সুখের উল্লাসে অজস্র ফাটল ধরলো,
ধরা দিলো বিষাদের বিদঘুটে স্বাদ হয়ে।
প্রেম-ভালোবাসার নিবেদনে নিবেদিত হলেও,
নিজেকে খুঁজেছি বারবার
নিজেকে হারিয়েই ফেলেছি আবার।

সংসার নামক মায়াদেবীর কাছেও গিয়ে ছিলাম একবার,
সেখানেও নিজেকে হারিয়ে ফেলেছিলাম
খুঁজে পাই নি,
খুঁজে পাই নি আমি নিজেকে আরেকবার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com