
তুমি আমার প্রাক্তন নও
তামান্না সুলতানা নিশি
তুমি আমার প্রাক্তন নও
সুন্দরতম অতীতের ভালোবাসা।
অতীতকে পরিপূর্ণ করার অমরত্ব।
তুমি ছিলে আমার দুঃখ বলার সঙ্গী।
তুমি ছিলে অনায়াসে জোছনা রাতে
আমার অহেতুক কথা শোনার সাথী।
তুমি ছিলে আমার ভরসা, খুনসুটি
রাগ,অভিমান, জেদ মুখ বুঝে সহন করার পথিক।
তুমি ছিলে আমার মন ভালো করার ব্যক্তিগত আরজে।
তুমি ছিলে এলোমেলো আমিটাকে গুছিয়ে নেয়ার, শাসন করার, বুঝানোর অভিভাবক।
আমাদের বিচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু সম্পর্ক নষ্ট হয়নি।
হয়তো আমাদের আগের মত ঘন্টার পর ঘন্টা কথা হয় না রোজ।
কিন্তু খোঁজ নেয়া হয়, খনিকের আলাপ হয়,
কুশল বিনিময় হয় এইতো সপ্তাহে দু একবার নয়তো মাসখানেক পরপর।
এখন আমাদের নিয়ম করে কিছুই করা হয় না,
হয়না গান-কবিতা শোনানো,রাত জেগে গল্প করা,কথা হয় বড়জোর মিনিট দশেক!
নয়তো এসএমএস আরো খানিকটা বেশি সময়।
তুমি ছিলে, আছো, থাকবে
কিন্তু সম্পর্কে নামটা হবে বন্ধুত্ব কোনো প্রাক্তন নয়।
তোমার সাথে কাটানো মূহুর্ত যেমন ভোলা যাবে না,
তেমনি তোমার আমার সম্পর্কও কখনো ভোলা যাবে না!
এখনো খুব গর্ব করে বলে বেড়ানো হয়
আমার একটা বন্ধু আছে! খুব কাছের প্রিয় বন্ধু।
তোমায় ভেবে এখন আর কবিতা লেখা হয় না।
কিন্তু কবিতার কথা গুলো শেষমেশ তোমায় ঘিরেয় হয়।
দিনশেষে দুজনের একাকিত্বে সঙ্গী আর হয়ে উঠা হয় না।
কিন্তু দুজনের কল্পনায় দুজনেরই থাকে আহাজারি।
আমাদের মাঝে কখনো ভালোবাসা জন্মায়নি শুধুই মায়া জন্মেছিলো।
তাই তো বিচ্ছেদ হয়েও সম্পর্কে ফাটল ধরেনি।
কিন্তুু আমাদের মাঝে এখন এক সমুদ্র দূরত্ব।
জানি তোমার মত করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না।
তাও আমাদের মাঝে আমি বন্ধুত্বকে বেশি প্রাধান্য দেবো আর দিয়েছিও।
তোমার সাথে আগে রোজ কথা না বললে অভিযোগ হতো, নালিশ করতাম হাজারটা,
অভিমানের পাহাড় বানিয়ে গাল ফুলিয়ে বসে থাকতাম।
বেশ তো বেঁচে আছি এখন কথা না বলে,
এখন শুধুই অতীতের কথা ভাবলেই পাগলামি আর বাচ্চামি মনে হয়!
তুমি আমার প্রাক্তন নও।
আমার খুব কাছের একজন বিশ্বস্ত বন্ধু।
অতীতের সুন্দরতম সুখের আরেক নাম তুমি!
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
