নিজের সাথে যুদ্ধ করা মানুষ দেখছো কখনো
দেখতে অতি সাধারণ আর দশটা মানুষের মত,
কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিনিয়ত ক্ষরণের মধ্যে
তার অস্তিত্ব দেখতে শিখে নিতে অভ্যস্ত হয়ে উঠে!
সে এক মজার খেলা খেলতে হয় তাকে
মুখ দেখলে মনে হবে পৃথিবীর সব সুখ বন্দী,
তার লুকিয়ে রাখা সুইস ব্যাংকের লকারের
চৌদ্দ কুঠির বাহান্ন শিকের লোহার গারদে;
অথচ সুখ পাখিটা কখন উড়ে গেছে অজানা আকাশে
সেটা শুধুই সে আর তার মন জানে ।
কখনো পৃথিবীকে অন্ধকারে ঢেকে যেতে যেতে
আবার স্বরুপে ফিরে আসার মুহূর্তে অবলোকন করছো?
তবে দেখতে পেতে সেখানে হেরে যাওয়ার কষ্ট কতটা
নীলকন্ঠ ঐ পৃথিবীর আলো, বাতাস আর আকাশ!
নিজের সাথে হেরে যেতে যেতে একদিন
এমন মূহূর্ত এসে পড়ে যে আর পিছন ফিরে যাওয়ার
আর কোন পথ খোলা থাকে না ,
মানুষ হলে সেখানেও সমস্যার অন্ত নেই;
নেই নীলকন্ঠ হয়ে বেঁচে থাকার অফুরন্ত অবসর
শুধুই তখন অপেক্ষা থাকে অনন্ত যাত্রার।
লেখক : ফারজানা রহমান এ্যানি
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com