ভরসা নাই
বাহারউদ্দিন আহম্মেদ (শ্রাবণ)
হাজারো কথার ছন্দপতন হয়,
তুমি কেবল নিকষ কালো অন্ধকারে থেকে যাও।
চিহ্নিত পদক তোমার,
ভুলিবার সাধ্য নাই।
বাজ পাখির করাল থাবার ভয়ে
শকুন-বুকে ঠাঁই,
হাড্ডিগুস্ত খাওয়ার নেশায় নেকড়ের দল রক্তচক্ষে চায়।
সব খানেতে ঠাঁই মিললেও, ভরসার যায়গা নাই।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com