ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সাজেদুর আবেদীন শান্ত’র তিনটি কবিতা

সাজেদুর আবেদীন শান্ত
ডিসেম্বর ৮, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্বস্তি চাই না

একদিন আমি অবসরে যাবো,
পৃথিবী আমারে স্বস্তি দিবে,
আসলেই কি আমি স্বস্তি পাবো?

আমি স্বস্তি চাই না
আমি অপলক দেখতে চাই পুকুর পানা, কলমি জল
নদী, নদীর বালুচর, কাশফুল, সাদা বক
আমি প্রান ভরে নিশ্বাস নিতে চাই
এই সবুজের মাঠে, রঙ মাখতে চাই প্রজাপতির পাখায়
আমি গন্ধ নিতে চাই ক্যামেলিয়া, বকুল, গোলাপে

আমি স্বস্তি চাই না,
আমি বেঁচে থাকতে চাই হাজার বছর,
হাজার হাজার বছর, বহু হাজার বছর,
যতদিন বাঁচলে আমাকে অমর বলবে ততদিন আমি পৃথিবীর রূপ রস গন্ধ নিতে চাই।

কেউ জানলো না

তুমি এসেছিলো জীবনে
কচি লেবুপাতায়
নরম রোদে

তুমি চলে গেলো অতিগোপনে
ঝরাপাতার মতো
সময়ের স্রোতে

কেউ জানলো না
কেউ জানলো না

হৃদয়ের লেনাদেনা
তোমার কাছে যাওয়ার তালবাহানা

সব ভেঙে খড়কুটো হয়ে
উড়ে গেলে কাকাতুয়া হয়ে

কেউ জানলো না
কেউ জানলো না।

মৃত্যু ও প্রার্থনা

মৃত্যু গন্ধে ভরে উঠেছে চারদিক,
আমি যেনো এক গুনাগার বান্দা।
ঘুমিয়ে গেছি অতলে
ঘুম ভেঙ্গে দেখি ছাতিম কাঠের কফিনে আমি
না আছে আত্নীয়, না আছে বান্ধব
যেনো ধুপের গন্ধ
আর মৃত্যুর গন্ধ মিলেমিশে একাকার।

আমি অযু করার পানি চাই,
কফিন বেয়ে পড়তে থাকে পানির ধার
খোদার কাছে হাত তুলে বলি,
হে ইশ্বর আগের মতো পৃথিবী ভালো করে দাও।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com