রমনীগঞ্জে বাড়ি
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জে বাড়ি আমার,
রমনীগঞ্জে ঘর।
মিলেমিশে থাকি মোরা,
সবাই আপন পর।
রমনীগঞ্জের মানুষ গুলো,
অতি সহজ সরল।
সুখে দুঃখে পাশাপাশি,
থাকি একে অপর।
যদি কারো হঠাৎ করে,
চলে আসে বিপদ।
পাড়া-প্রতিবেশী মিলে সবাই,
দুর করি সব আপদ।
রমনীগঞ্জের মানুষ গুলো,
খুবেই পরিশ্রমি।
পায়ের ঘাম মাথায় রেখে
চাষ করি জমি।
ধান- পাট, ভুট্টা ফলাই,
আরো ফলাই ডাউল।
আলু কপি, মুলা ফলাই
আরও ফলাই ছিম।
বয়লারের ফার্ম আছে,
বড়ো বড়ো ডিম।
রমনীগঞ্জের পাড়ায় পাড়ায়,
আছে বাঁশের ঝাড়।
বাতাসেতে নুয়ে পড়ে,
খায় শুধু আছার।
রমনীগঞ্জের পাড়ায় আছে,
দুটি শিক্ষালয়।
সর্বপ্রথম একই নাম,
দুইটি বিদ্যালয়।
দুই বিদ্যালয়ের সামনে,
একটা ইয়া বড়ো মাঠ।
বিনোদন হয় সেথায়,
হয় সবাই জমাট।
রমনীগঞ্জের নামটি হলো
ভারী সুন্দর।
চারপাশে ঘিরে আছে,
সবুজ আর শ্যামল।
রমনীগঞ্জে বাড়ি আমার,
রমনীগঞ্জে ঘর।
রমনীগঞ্জের স্মৃতি নিয়ে
যেন বাঁচি জীবন ভর।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com