বসন্ত কুমারী
সাজেদুর আবেদীন শান্ত
গ্রীষ্মের তপ্ত গরমে ভেবেছি,
তুমি আসবে শীতল ছায়া নিয়ে
কিন্তু তুমি এলে না।
বর্ষায় ভেবেছি মেঘের ভেলায় করে,
আসবে তুমি এক গুচ্চ কদম হাতে নিয়ে
কিন্তু তুমি এলে না।
শরতের শুভ্র নীল আকাশে তাকিয়ে ভেবেছি,
তুমি আসবে নরম কাশফুল হয়ে
কিন্তু তুমি এলে না।
হেমন্তের নবান্নে ভেবেছি,
হৈমন্তিক আভায় সোনালি রোদ হয়ে আসবে
কিন্তু তুমি এলে না।
শীতের হিম হিম সকালে ভেবেছি,
আসবে তুমি কুয়াসা ভেজা পরী হয়ে
কিন্তু তুমি এলে না।
অবশেষে তুমি এলে
বসন্তের ফুটন্ত রুপ ও সৌরভ নিয়ে,
এলে তুমি বসন্ত কুমারী হয়ে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com