
বৈশাখের মেলা
মজনু মিয়া
নতুন বছর এলে পরে
মেলা বসে মাঠে,
মেলা বসে মুচি বাড়ির
বট তলার সে ঘাটে।
কত কিছু বিকিকিনি
হয় মেলাতে দেখি,
তাই না দেখে কান্না করে
মুখ ফুলিয়ে ঢেঁকি।
বাছা ধন যে বলে কয়ে
বিন্নি মটুক কিনি,
তাই দেখে যে বেজার হলো
ছোট্র খুকু বিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
