ধৈর্য্য ধরার তৌফিক দাও
সেলিম সিকদার
ধৈর্য্য ধরার তৌফিক দাও গো প্রভু
তোমার কাছে করি মার্জনা,
যতই কষ্ট থাকি সহ্য দিয়ে মোরে
তোমার কাছে শেষ কামনা।
বসুধায় কষ্টের সাগরে ভেসে আমি
নাহি যেনো যাই আতলে!
বেয়ে যাবে লাহরীর মাঝেও তরণী
জীবন যুদ্ধে মনোবলে।
আপনেই কষ্টকে করেছি যে বরণ
এটাই ক’জনের ভাগ্যে জুটে,
শত লাঞ্ছনায় সমাজের গুঞ্জনায়
নাহি যেনো আমি যাই টুটে
ধরাধামে ধৈর্য্য যত,মোরে দাও- তত
তোমার কাছে করি অর্চনা,
চাইনা কষ্টের থেকে আমি পরিত্রাণ
বঞ্চনার মাঝে খুঁজি নির্দেশনা।
কষ্টের মাঝে ঘুরে ফিরে প্রকৃত সুখ
যেখানে থাকে বাঁচার সান্ত্বনা
ধৈর্য ধরার তৌফিক দাও গো প্রভু
তোমার কাছে মোর প্রার্থনা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com