ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সকাল পত্রিকার বার্তা সম্পাদক শরিফুল ইসলাম সুজন-এর সদ্য প্রয়াত মায়ের আত্মার মাগফেরাত কামনায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) উপজেলার দারুলআমান ১নং ওয়ার্ড মাদবর বাড়ী জামে মসজিদে মাহফিল আয়োজিত হয়।
পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক আশিকুর রহমান হৃদয়ের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মোঃ নান্নু মৃধার সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালোশিয়া প্রবাসী বন্ধু মহলের সভাপতি আরাফাত মিয়া, সহ-সভাপতি আনিসুল রহমান, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাদবর বাড়ী জামে মসজিদের ইমাম মোঃ রিফাত মাদবর। এসময় দৈনিক আলোকিত সকাল পত্রিকার বার্তা সম্পাদকের পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-সহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com