
ঠাকুরগাঁওয়ে সাফজয়ীদের নিয়ে জাতীয় দৈনিক ডেল্টা টাইম পত্রিকার ৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (০১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো: শামসুজামান, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, ঠাকুরগাঁও হরিপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শামীম ফেরদৌস টগর, সাফজয়ী সোহাগী কিস্কু ও স্বপ্না রানী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি বিধান দাস, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক এন্টোনি ডেভিড নীল, কার্য নির্বাহী সদস্য ও দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কুদরত আলী, সদস্য ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি আকাশ রহমান, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক ( বাংলা চ্যানেল), প্রচার সম্পাদক রেদওয়ানুল হক মিলন (জেলা প্রতিনিধি ঢাকাপ্রকাশ), এমএ সামাদ (ঢাকাপোষ্ট) সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির উত্তর উত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের চতুর্থ কাঠামো। খবরের ভিতর থেকে সত্যিকারের ঘটনা তুলে আনাই হচ্ছে একটি গনমাধ্যমের কাজ। সেই কাজটি জাতীয় দৈনিক ডেল্টা টাইম সুচারুভাবে স্রোতের বিপরীতে নিয়মিত তথ্য তুলে খবর পরিবেশন করে যাচ্ছে। এই সময় তিনি সমাজের সম্ভাবনা, সাফল্য নিয়ে আরো ইতিবাচক সংবাদ প্রকাশে আজকের দর্পণ এর কাছে প্রত্যাশা করেন বক্তারা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
