গ্লোবাল টেলিভিশনের সিইও ও এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেছেন, সাংবাদিকদের প্রযুক্তিগত জ্ঞান আবশ্যক। প্রযুক্তি বিবর্তনের কারনে এর কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
আজ সোমবার (০৯ জানুয়ারি) পিআইবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সাংবাদিকদের দুই দিনব্যাপী (০৮-০৯ জানুয়ারি) মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ-খাইয়ে চলতে হলে সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতায় দক্ষ করে গড়া তোলা অপরিহার্য ।
প্রধান অতিথি আরো বলেন, মোবাইল সাংবাদিকতার ক্ষেত্রে মোবাইল ডিভাইস ব্যবহারের প্রশিক্ষণ অতীবও গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশে মোবাইল সাংবাদিকতার ব্যাপ্তি বেড়েছে। গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কেও আলোচনা করেন তিনি।
পিআইবির মহাপরিচালক বলেন, সাংবাদিকতার ধরন পরিবর্তন হওয়ায় সাংবাদিকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ প্রয়োজন।
পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বীর সমন্বয়ে প্রশিক্ষণে মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com