জননন্দিত গণমাধ্যম সময় টেলিভিশনের ১ যুগ উদযাপন ও ১৩ বছরে পদার্পন করায় পঞ্চগড়ে কেক কেটে সময় টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে পঞ্চগড়ের কর্মরত সাংবাদিকদের নিয়ে কেক কেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সময় টেলিভিশনের জন্ম দিন পালন করা হয়।
সময় টেলিভিশনের রিপোর্টার আব্দুর রহিম ও রিপোর্টার সোহাগ হায়দারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দেশরুপান্তর ও অবজারভারের প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও চ্যানেল আই, জনকন্ঠের প্রতিনিধি এ রহমান মুকুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশনের প্রতিনিধি রওশন জামিল চৌধুরী ডলার,৭১ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, আজকাল,
দৈনিক করতোয়ার প্রতিনিধি সামসুদ্দীন চৌধুরী কালাম, দৈনিক উত্তরবাংলা, খবরের প্রতিনিধি কামরুল ইসলাম কামু, আর টিভি, বনিকবার্তার প্রতিনিধি হারুনুর রশিদ, এসএ টিভির প্রতিনিধি কামরুজ্জামান টুটুলসহ গণমাধ্যম কর্মীরা।
আলোচনা সভা শেষে প্রেসক্লাবের হলরুমে কেক কাটা হয়।
আলোচনা সভায় বর্তমান ধারা অব্যাহত রেখে সময় টেলিভিশনে আগামীতে সংবাদ পরিবেশনের পাশাপাশি সংবাদ মাধ্যমটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন সকলেই।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com