‘খবরের সব দিক, সব দিকের খবর’ স্লোগানকে সামনে রেখে অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা টোয়েন্টিফোর এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঝালকাঠিতে।
দেশের সনামধন্য নিউজ পোর্টালটি তৃতীয় বর্ষ শেষ করে ১ অক্টোবর ৪র্থ বর্ষে পদার্পন করেছে। ও উপলক্ষে রোববার সন্ধ্যা ৭ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম এর কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে নিয়ে কেক কেটেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন, টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি একুশে টিভির জেলা প্রতিনিধি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক বৈশাখী টিভির প্রতিনিধি শফিউল আজম টুটুল, আর টিভি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, বিজয় টিভির ঝালকাঠি প্রতিনিধি মো. মাসুম খান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার কামরুজ্জামান সুইট এবং ডিএনএন সম্পাদক খাইরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন নিউজবাংলা ঝালকাঠি জেলা প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com