দৌলতখান প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সভায় গঠনতন্ত্র মোতাবেক দুই সাংবাদিককে প্রাথমিক সদস্যপদ দেয়া হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) দৌলতখান প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহিন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেসক্লাবের নতুন সদস্যরা হলেন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এবং জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি রোমানুল ইসলাম সোহেব ও চ্যানেল এস টেলিভিশন ও জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল জাগো বুলেটিনের ভোলা জেলা প্রতিনিধি প্রতিনিধি মোঃ হাছনাইন।
দৌলতখান প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক সাক্ষারিত পত্রে জানা যায়, প্রেসক্লাব সদস্য পদ পাওয়ার জন্য আবেদনের প্রেক্ষিতে, সব কিছু যাছাই বাছাই করে এই দুই জনকে, সাধারন সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক সদস্য পদ প্রদান করা হয়।
দৌলতখান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ বলেন, আবেদনের প্রেক্ষিতে যোগ্যতা সম্পন্নদের সদস্য করা হয়েছে। ভবিষ্যতে আমরা আরো কয়েক জনকে সদস্য পদ প্রদান করবো।
দৌলতখান প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মহিন জানান, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্যদের আবেদন যাচাই বাছাই করে যােগ্যতাসম্পন্ন এ দুজনকে সদস্যপদ দেয়া হয়।
এছাড়াও তিনি বলেন, তারা প্রেসক্লাবের সুনাম রক্ষা এবং পেশাগত উৎকর্ষতায় কাজ করে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে দৌলতখান প্রেসক্লাব স্থাপিত হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com