
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলাবাসীসহ দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডিমলা প্রেস ক্লাবের সভাপতি সারোয়ার জাহান সোহাগ এবং সাধারণ সম্পাদক রুবেল পারভেজ।
সাধারণ সম্পাদক রুবেল পারভেজ জানান, বিগত বছর গুলোতে মহামারি করোনা ভাইরাসের মধ্যে ঈদ উদযাপন করেছিলাম। বর্তমানে করোনা ভাইরাস থেকে অনেকটা মুক্ত আছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতঙ্গতা প্রকাশ করছি। দেশের মানুষের কল্যাণে টিকাসহ সার্বিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের পাশে ছিলেন।
সভাপতি সারোয়ার জাহান সোহাগ বলেন, ঈদ মানে আনন্দ আর সেই আনন্দ আমরা সকলের সাথে ভাগাভাগি করবো। সকল ভেদাভেদ ভুলে সকল মানুষের সাথে বিনয়ী আচরণের ন্যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবো। পরিশেষে ডিমলা সহ দেশবাসীকে “ঈদ মোবারক” বলে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান তিনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
