চামড়া গবেষণা ইনিস্টিটিউটের আইএসও সনদ অর্জন উপলক্ষ্যে সাভারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরে সাভারের নয়ারহাট এলাকায় প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন চামড়া শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন ।
আলোচনা সভায় চামড়া গবেষণা ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. সাহানা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য মোহাম্মদ জাকের হোছাইন প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com