ঢাকাশনিবার , ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সারা দেশ থেকে ৯০ লাখ পশুর চামড়া পাওয়া যাবে : সাভারে শিল্পসচিব

মো: রওশন আলী
জুলাই ১১, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ১৩৯ টি ট্যানারিতে গতকাল ঈদের দিন সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে তিন লক্ষ ৪৫ হাজার কাঁচা চামড়া আসছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

সোমবার ( ১১ জুলাই) দুপুরে তিনি বিভিন্ন ট্যানারি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এবার এক কোটি বিশ লাখ পশু কোরবানী হওয়ার কথা সেখানে আমরা আশা করছি সারা দেশ থেকে নব্বই লাখ কাঁচা চামড়া পাওয়া যাবে। এছাড়া প্রায় মাসজুড়ে লবণমাখা কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। তবে লবণের দাম কিছুটা বেশি থাকলেও পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং কোন সিন্ডিকেট নেই। এ বিষয়ে যথাযথ মনিটরিং রয়েছে বলে জানান শিল্পসচিব।

এসময় কিছু ট্যানারির বর্জ্যের পানি সরাসরি রাস্তায় যাওয়ায় ও ধলেশ্বরী নদীতে পড়ায় এলাকা দূষিত হওয়ায় শিল্প সচিব অসন্তোষ প্রকাশ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ও পরিবেশ অধিদপ্তরকে জরিমানাসহ নানা দিক নির্দেশনা দেন।

ট্যানারি শ্রমিক ও মৌসুমী ব্যবসায়ীরা জানান, ঢাকার বিভিন্ন স্থান থেকে আসা কাঁচা চামড়াগুলো লবণজাত করে গুদামে সংরক্ষণ করতে শ্রমিকদের ট্যানারি মালিকরা উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এদিকে ট্যানারি মালিকদের পাশাপাশি কিছু মৌসুমী ব্যবসায়ীরা গতকাল থেকেই কাঁচা চামড়া সংগ্রহ করে বিভিন্ন শেডে মজুদ করে রাখছে। তারা গরুর চামড়া সাত’শ থেকে আট’শ টাকা দরে কিনছেন ও ছাগলের চামমড়া দশ টাকা থেকে বিশ টাকা দরে কিনছেন। চামড়ার দাম বেশী হলে তারা এগুলো ট্যানারি মালিকদের কাছে বিক্রি করবেন বলে জানান মৌসুমী ব্যবসায়ীরা।

চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ১৬২টি ট্যানারির মধ্যে ১৩৯টিতে এবার কাঁচা চামড়া নিচ্ছে।ট্যানারিগুলোর মালিকরা নিজ নিজ প্রতিষ্ঠানে চামড়া সংরক্ষণের জন্য লবণসহ মজুদ রেখেছেন সব ধরনের কেমিক্যাল। এছাড়া ট্যানারিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিনে তা পরিদর্শন করছেন প্রতিনিয়ত। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com