সদ্য নিয়োগ পাওয়া আপিল বিভাগের তিন বিচারপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার (১১ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পঅর্পণ করে এক মিনিট নিরবতা পালন করেন।
পরে বিচারপতিরা স্মৃতিসৌধের স্বাক্ষর বইয়ে একে একে স্বাক্ষর শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ও আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com