আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
আজ বৃহষ্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে সংকটে এগিয়ে যাওয়ার দল। ষড়যন্ত্র, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা যা কিছুই আসুক ষড়যন্ত্র-শত্রুতায় আওয়ামী লীগ এগিয়ে যায়। শেখ হাসিনার নেতৃত্বে অন্ধকারের পথ পাড়ি দেবে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এসময় জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আলম সেলিমের সভাপতিত্বে সভায় যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন, পৌর মেয়র শহিদ উল্যা খান সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com