ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনে কুমিল্লায় তিনদিনের কর্মসূচি গ্রহণ

জাগো বুলেটিন
মে ২৩, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কুমিল্লায় কবির ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ২৫ মে, ১১ জ্যৈষ্ঠ থেকে ২৭ মে, ১৩ জ্যৈষ্ঠ পর্যন্ত তিনদিনের অনুষ্ঠানমালা টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানমালার সূচনা করা হবে সকালে জাতীয় কবির স্মৃতিসৌধ “চেতনায় নজরুল” এ পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে।
জেলা প্রশাশন সূত্র জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সভাপতিত্ব করবেন- সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন রিমি, কবি পৌত্রি খিলখিল কাজী।
স্মারক বক্তা নজরুল গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক।
স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। ধন্যবাদ জ্ঞাপন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
জাতীয় কবির জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুুষ্ঠানমালার দ্বিতীয় দিনে ২৬ মে,  ১২ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদ প্রশাসক রিয়ার এডমিরাল (অব.) আবু তাহের, পুলিশ সুপার ফারুক আহমেদ।
স্মারক বক্তব্য রাখবেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
আলোচক থাকবেন নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, প্রফেসর মো. আনোয়ারুল হক। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক  মোহাম্মদ কামরুল হাসান।
তৃতীয় ও সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার ফারুক আহমেদ, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।
স্মারক বক্তা থাকবেন- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এএফএম হায়াতুল্লাহ। আলোচক থাকবেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, নজরুল গবেষক অধ্যাপক শ্যামা প্রদান ভট্টচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক  মোহাম্মদ কামরুল হাসান।
টাউন হল মাঠে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com