সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত ফিলিপাইনের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন মন্ত্রী সুকর্ণ আবাস। বুধবার (০৮ জুন) দুপুরে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন।
এর আগে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে সফরত ফিলিপাইনের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন মন্ত্রী সুকর্ণ আবাস। এসময় ফিলিপাইনের মন্ত্রীকে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
ফিলিপাইনের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন মন্ত্রী সুকর্ণ আবাস বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগবান্ধব দেশ। তাই এই দেশে ফিলিপাইনের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহী হবেন। বাংলাদেশ সরকারের সাথে ফিলিপাইনের ভালো সর্ম্পক। বাংলাদেশ এখন অনেক উন্নত রাষ্ট্র। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
মন্ত্রী আরও বলেন, ফিলিপাইন সরকার যেকোনো বিষয়ে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশের যেকোনো প্রয়োজনে ফিলিপাইন সরকার পাশে থাকবে।
এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ও বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইন দুতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com