
২০২২-’২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ৪৩ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৪১ হাজার ১০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৪১ হাজার ২১২ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ৪৩ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি, যা ২০২১-’২২ অর্থবছরে ছিল ৪১ হাজার ১০ কোটি টাকা এবং তা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৪১ হাজার ২১২ কোটি টাকা।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগের জন্য ৪১ হাজার ৭০৭ কোটি টাকা এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য ১হাজার ৬৪৫ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করছি যা চলতি বছরে স্থানীয় সরকার বিভাগের জন্য ৩৯ হাজার ২১৯ কোটি টাকা এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য ১ হাজার ৭৯১ কোটি টাকা। সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল যথাক্রমে ৩৯ হাজার ৬১১ কোটি টাকা এবং ১ হাজার ৬০১ কোটি টাকা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
