
আজ শুক্রবার ফিরা রথযাত্রা উৎসব। বিকাল ৩টায় শহরের ঠাকুরপাড়াস্থ শ্রী রাঁধা কৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে ভক্ত সমাবেশের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রাদেবের ৩টি পৃথক রথারোহনের মাধ্যমে ফিরা রযথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।
পূজা অর্চনা, আরতি ও মহাহরিনাম কীর্তন সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ফিরা রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে শেষ হবে।
গত ১ জুলাই শ্রী জগন্নাথ দেবের মন্দির হতে ৩টি পৃথক রথে শ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রাদেবীর রথযাত্রা সূচনা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঠাকুরপাড়া কালীতলাস্থ শ্রীরাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরে এসে শেষ হয়। এ উপলক্ষে ৮দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠনাদির আয়োজন করা হয়।
রথযাত্রার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
