ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ২৭ তম জাতীয় যুব হকি টুর্ণামেন্ট-২০২২ এর চূড়ান্ত সমাপনী অনুষ্ঠিত হয়।
বুধবার ৫ অক্টোবর (২০২২) বিকাল ৪ টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জাতীয় যুব হকি চূড়ান্ত পর্বের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন নেত্রকোনা জেলার সুরুজ ক গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ময়মনসিংহ জেলা দল এবং খ গ্রুপে চ্যাম্পিয়ন হয় নেত্রকোনা জেলা। চ্যাম্পিয়নরা ঢাকা লিখে অংশগ্রহণ করবে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এতে শামুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহিউর রহমান শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য্য বিপিএম, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ফজলে রাব্বী, বাংলাদেশ হকি ফেডারেশন এর সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, সহ-সভাপতি জাকি আহমেদ রিপন, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন,আল আরাফা ইসলামী ব্যাংক ময়মনসিংহ ব্রাঞ্চের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী শফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা আহমেদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত হকি খেলোয়াড় মাহাবুবুল এহসান রানা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com