ঢাকারবিবার , ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ড টিমে’র সাফল্য

জাগো বুলেটিন
মার্চ ১২, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম আংশগ্রহণ করে সাফল্যের সাথে ০২টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৬টি তাম্র পদক পেয়ে সুনাম অর্জন করেছে। ২৭ ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ ২০২৫ পর্যন্ত ৩ দিনব্যাপি চলা এই কারাতে প্রতিযোগিতায় মোট ৩৬টি দল অংশগ্রহণ করে।

উক্ত প্রতিযোগিতায় রেফারির দায়িত্বপালন করেন শেখ মাহমুুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন, মো. শাহিনুরুল ইসলাম শাহিন ও মো. ফরিদ হোসেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের টিমের পদকপ্রাপ্ত খেলোয়াড়গণ হচ্ছেন, ২৫ কেজি ওজন শ্রেণিতে অনিরুদ্ধ ঘোষ অনি পেয়েছেন রৌপ্য পদক, ৬০ কেজি ওজন শ্রেণিতে মোসা. ফাতেমা পেয়েছেন স্বর্ণ ও তাম্র পদক, ৫০ কেজি শ্রেণিতে মো. রুবেল খান পেয়েছেন স্বর্ণ পদক, ৫৫ কেজি শ্রেণিতে মো. রাহুল শেখ মুন পেয়েছেন রৌপ্য পদক, ৩৫ কেজি ওজন শ্রেণিতে সানিউল আলম সানাম পেয়েছেন রৌপ্য ও তাম্র পদক, ৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বপ্না শীল পেয়েছেন তাম্র পদক, ৫০ কেজি শ্রেণিতে ঐশি ঘোষ অনু পেয়েছেন তাম্র পদক, ৪৫ কেজি ওজন শ্রেণিতে অরিদম ঘোষ রূদ্ধ পেয়েছেন তাম্র পদক। ৪৪ কেজি ওজন শ্রেণিতে অমিত হাসান পেয়েছেন তাম্র পদক।

উক্ত খেলার পদক রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণ খেলোয়াড়দের হাতে পুনরায় পদক তুলে দেন এবং খেলোয়াড়দের বরণ করে নেন।

এছাড়াও পদক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক জনাব প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো. ইব্রাহিম হোসেন, উপ-সচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. ওয়ালিদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) জনাব মো. মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. হাসান আলী, ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মো. বিশাল রহমানসহ খেলোয়াড়বৃন্দ। আরও উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব আলী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com