কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদদের স্মরণে’ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার কটিয়াদী মডেল থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) গোলাম সারোয়ার, কর্মসূচির উদ্যোক্তা মতিউর রহমান, শিক্ষার্থী মো. আরিফ উল্লাহ, মো. এনায়েত, আমিন হোসেন, মাহিদুল ইসলাম, মো. মারুফ, মো. আব্দুল্লা, তাইবুল ইসলাম জিয়াদ, মুশফিকুর রহমান, জুবায়েদ হোসেন মইম, হেমদি হাসান, রিয়াদ, ইমরান, ফাহিম মিয়া, শরিফুল ইসলাম আশিক, শাহারিয়ার হোসেন রিপন, বিশিষ্ট ব্যবসায়ী রাহুল খান জয় প্রমুখ।
ইতোমধ্যে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com