ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

মাথা গোঁজার একটু ঠাঁই পেয়ে আনন্দে আত্মাহারা ভূমিহীন পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
এপ্রিল ২৪, ২০২২ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

 

ইঞ্চি ইঞ্চি জায়গা একটি সময় হলে হবে লক্ষ লক্ষ টাকা ! কারণ সিটি কর্পোরেশনের আওতাধীন বেশ কিছু ভূমিহীনদের বসবাস। নতুন করে আরও ভূমিহীনদের জন্য ভূমি এবং বাড়ী উপহার দেওয়ার পথে বলে সংশ্লিষ্ট কর্র্র্র্তৃপক্ষ জানিয়েছেন। মাননীয় প্রধান মন্ত্রী দেওয়া উপহার চুলচেরা বিশ্লেষণ করে ও যাচাই-বাচাই শেষে সঠিক ভূমিহীনদের হাতে তুলে দিচ্ছেন ভূমি এবং বাড়ীর দলিলপত্র ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক

করোনার ভয়াবহতার সময় অভিজ্ঞ এবং চৌকষ এই কর্মকর্তা জামালপুর থেকে ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তার দক্ষ নেতৃত্বের কারণে সঠিক ভূমিহীণরা পাচ্ছেন একটু মাথা গোঁজার ঠাই। দেশের বিভিন্ন স্থানে এই ভূমিহীনদের বাড়ী নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়, ভিন্ন রূপ ময়মনসিংহ জেলায়। দু-একটি জায়গায় ক্রুটিপূর্ন ছাড়া কোন বড় ধরনের দূর্ণীতি হয়নি

এর একমাত্র দাবিদার ময়মনসিংহের সুনামধন্য জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তার বিচক্ষনতার ফলেই টেকসই এবং মজমুত বাড়ি পাচ্ছেন ভূমিহীনরা।
তার-ই আয়োজনে আজ মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পর এবার ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এই উপলক্ষে ২৪ এপ্রিল সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহের বস্তুনিষ্ঠ সংবাদকর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়

সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এনামুল হক।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকাররের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ

অপরদিকে গতকাল আমি চরনিলক্ষীয়া আমার এক আত্মীয়ের জানাযায় গিয়ে লক্ষ্য করে দেখলাম সরকারের বাড়ীগুলো সত্যিই নজরকাড়া। আর এর পাশে আরও ৪’শ পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে বাড়ী। রাস্তার পাশে ভূমিহীদের এতো সুন্দর বাড়ী। বাড়ীর চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ দেখে সত্যি মন জুড়িয়ে যায়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com