ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের মুকুন্দপুট্রি কালীমন্দিরে ১৯ – ২০ জৈষ্ঠ্য শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী গণেশ পাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলা থেকে গণেশ পাগলের হাজরো ভক্ত বৃন্দরা ছুটে আসে গণেশ পাগলের মেলায়। ডাক-ঢল পিটিয়ে হরিবল- হরিবল-হরিবল হরিনাম মুখধোনি জপে গণেশ পাগলকে স্মরণ করে।
উপজেলার চরযশোরদী ইউনিয়নের মুকুন্দপুট্রি প্রাইমারী স্কুল সংলগ্ন কালীমন্দিরে প্রতিবছর গণেশ পাগলের মেলা হয়।এর আগে রাজৈর উপজেলার কদমবাড়ীতে ১৩ই জৈষ্ঠ্য গণেশ পাগলের সেবাআশ্রমে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মেলার আয়োজকেরা হলেন,ননী মাস্টার, গুরুদাস, মনো, মিহির, টেটন সহ মুকুন্দপুট্রি হিন্দ ঔক্য পরিষদ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com