ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

পঞ্চগড়ের সদরে ‘পার্পেল’র ১৪তম শো-রুমের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
মার্চ ২৯, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন বয়সের দেশী-বিদেশী বাহারি পোষাকের সমাহার নিয়ে পঞ্চগড়ে ‘পাপের্ল’র ১৪তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে জেলা শহরের সিনেমা রোডে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শো-রুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুস সবুর সেলিম, পার্পেল’র ব্যবস্থাপনা পরিচালক সায়েদুল রহমান লিংকন, জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন, মার্কেটের স্বত্তাধিকারী দিল আফরোজ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি, ইত্তেফাক, এনটিভির প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি রওশন জামিল চৌধুরী ডলার প্রমূখ।

২০০৭ সাল থেকে শুরু করার পর থেকে সারাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে ‘পার্পেল’। পঞ্চগড় শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য ২৯-৩১ মার্চ তিনদিনের জন্য ৩০% ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার বিকেলে শো-রুমে আসা ক্রেতাদের দৃষ্টি কাড়েন সঙ্গীত শিল্পী তাশরীফ খান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com