গতকাল (০৪ জুলাই) বাংলা একাডেমি’র আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান রকমারি ডট কম।
এই অনুষ্ঠানে নগদ-রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২২ বিজয়ীদের সম্মাননা তুলে দেন ডাক ও টেলিযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তরুণ লেখক মালিহা তাবাসসুম এই অ্যাওয়ার্ড পান। এ প্রসঙ্গে মালিহা বলেন, দেশবরেণ্য জ্ঞানী-গুণী মানুষের উপস্থিতিতে নিজের কর্মের স্বীকৃতি পাবার মত আনন্দের বোধহয় কোনোই তুলনা হয় না।
তিনি আরও বলেন, আজীবন ধারাবাহিকতা বজায় রেখে যেতে চাই। প্রতি বছর যেই ফিকশন সিরিজ আকারে ভিজ্যুয়াল মাধ্যমে নিয়ে আসবো, সেই ফিকশনকে বই আকারেও নিয়ে এসে মিডিয়া এবং বুক ইন্ডাস্ট্রির মাঝে সেতুবন্ধন গড়তে চাই।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রখ্যাত লেখক আকবর আলী খান, মনোরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, রকমারি ডট কম এর সিইও মাহমুদুল হাসান সোহাগ সহ লেখক, প্রকাশক আরো অনেকে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com