ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নারী আমাকে ভাবায়, লেখার অনুপ্রেরণা যোগায় : সাজেদুর আবেদীন শান্ত

তানজিদ শুভ্র
অক্টোবর ২৩, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সাজেদুর আবেদীন শান্ত একাধারে কবি, সাংবাদিক, লেখক, আলোকচিত্রী ও সামাজিক সংগঠক। সাজেদুর আবেদীন শান্ত গাইবান্ধার সাঘাটা উপজেলায় জন্মগ্রহণ করেন। তৃতীয় শ্রেনিতে একটি ছড়ার মাধ্যমে লেখালেখি শুরু। এখন তিনি নিয়মিত জাতীয় দৈনিক গুলোয় লিখে চলছে।

বর্তমানে তার লেখালেখি, ব্যস্ততা ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে কথা হয় জাগো বুলেটিন এর সাথে। সাক্ষাৎকার নিয়েছেন তানজিদ শুভ্র

লেখালেখির শুরুর গল্প কী?

সাজেদুর আবেদীন শান্ত: ছোটবেলায় ক্লাস থ্রিতে থাকতে ছড়া লিখেছিলাম। ওইটাকে ছড়া বলে কিনা, আমি জানি না। তবে চার লাইনের লেখা ছিলো। ছন্দ বলা যেতে পারে আরকি। আমি সেটাকেই আমার প্রথম লেখা ধরি। এরপর ক্লাস সেভেনে প্রথম কবিতা লিখি। যা স্কুলের ম্যাগাজিনে প্রকাশ হয়েছিলো। এরপর ক্লাস নাইনে আমার কোনো কবিতা জাতীয় পত্রিকায় প্রকাশ পায়। তখন কি যে আনন্দ লাগতো! তা ভাষায় প্রকাশ করা যাবে না। পত্রিকাটির কয়েক কপি কিনে বাসার সবাইকে দেখাইছি। তখন থেকেই নিয়মিত লেখা হয়। মূলত এভাবেই আমার লেখালেখির শুরু।

ইতোমধ্যে একটি কবিতার বই প্রকাশ হয়েছে। কবিতা নিয়েই থাকবেন নাকি অন্য শাখাতেও?

সাজেদুর আবেদীন শান্ত: হুম। আমার প্রথম কবিতার বই ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’ প্রকাশ হলে অনেক পাঠক তা সাদরে গ্রহণ করেছে। বিষয়টি আমাকে খুবই অনুপ্রেরণা যুগিয়েছে। ইতোমধ্যেই আমার দুইটি বইয়ের কাজ প্রায় শেষ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বইমেলাতেই বের হবে। একটা উদ্যোক্তা বিষয়ক বই ‘উদ্যোক্তার সাত-সতের’, আরেকটি অনুপ্রেরণামূলক ‘বিসিএস জয়ের গল্প’। এছাড়াও একটি উপন্যাসের কাজ চলছে, নামও ঠিক করা হয়েছে। ‘রুপন্তী নামের ইতিকথা’ নামে আমার প্রথম উপন্যাসটি আশা করি খুব শীগ্রই আসবে।

কবিতা লেখার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়কে প্রাধান্য দেন?

সাজেদুর আবেদীন শান্ত: কবিতা লেখার ক্ষেত্রে আমি প্রথম প্রাধান্য দেই নারীকে। নারী আমাকে ভাবায়, লেখার অনুপ্রেরণা যোগায়। এছাড়াও মা, আষাঢ়, মৃত্যু, আকাশ ইত্যাদি বিষয় বেশি প্রাধান্য দেই বলে আমি মনে করি।

সম্পাদনা করছেন উন্মেষ। সে বিষয়ে আপনার অভিজ্ঞতা…

সাজেদুর আবেদীন শান্ত: ২০১৭ সালে আমার কাছের এক বড়ভাই গল্পকার সাকি সোহাগ ভাইকে নিয়ে উন্মেষ এর যাত্রা শুরু করি। আর উপদেষ্টা হিসেবে রেখেছি আরেক শ্রদ্ধেয় বড় ভাই আঞ্চলিক ইতিহাস গবেষক ও সম্পাদক ইকবাল কবির লেমন ভাইকে। উন্মেষ থেকে এ পর্যন্ত আমরা ৫টি সংখ্যা বের করেছি। নিয়মিত অনলাইনে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ও ভারতের অনেক সুনামধন্য সাহিত্যিকগণ লেখা দিয়ে আমাদের সাহিত্য সাময়িকীকে সমৃদ্ধ করেছেন। আমি আমৃত্যু উন্মেষ সম্পাদনা করে যেতে চাই।

ভবিষ্যত পরিকল্পনা?

সাজেদুর আবেদীন শান্ত: আমার ভবিষৎ পরিকল্পনা বলে কিছু নেই। ভবিষতে আরও পাঠকপ্রিয় সমৃদ্ধ কবিতা লিখতে চাই, গল্প লিখতে চাই। ভালো ফিচার নিউজ করতে চাই। আর পেট চালানোর জন্য ব্যবসা করতে চাই।

লেখালেখিতে যারা তরুণ, তাদের উদ্দেশ্যে কী বলবেন?

সাজেদুর আবেদীন শান্ত: আমি নিজেও তরুণ। মাত্র শুরু আমার। তাই কিছু বলবোনা। লেখালেখিতে যারা আমার অগ্রজ তাদের উপদেশ নিতে চাই। আর যদি তরুণদের জন্য কিছুই বলতেই হয় তাহলে বলবো আপনারাও আপনাদের অগ্রজদের উপদেশ নিন, পরামর্শ নিন।

আপনি ফিচার লেখক হিসাবেও সুপরিচিত। সে যাত্রা নিয়ে কিছু বলুন-

সাজেদুর আবেদীন শান্ত: আমি সাংবাদিক হিসেবে প্রথম যোগ দেই অনলাইন পত্রিকা সিএন নিউজ টুয়েন্টিফোর-এ। এরপর সংবাদ আজকাল ও বাঙালি বার্তা পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ ডট কমের হ্যালো বিভাগে কাজ করেছি। বর্তমানে দৈনিক আলোকিত সকাল-এর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছি। এছাড়াও ডেইলি স্টার, ঢাকা বিজনসে, জাগো নিউজ টুয়েন্টিফোর, প্রথম আলো, ইত্তেফাক, সমকাল, যায়যায়দিন, দৈনিক করতোয়া, দৈনিক অধিকার, দৈনিক খোলা কাগজ, দৈনিক আজকের প্রত্যাশা, দ্য সাউথ এশিয়ান টাইমস, এনটিভি অনলাইন, একুশে টিভি অনলাইন, বাংলাদেশ জার্নাল, রাইজিংবিডি, ডেইলি নিউ সানসহ কয়েকটি আন্তর্জাতিক পত্রিকার ফিচার বিভাগে নিয়মিত লেখালেখি করছি। আমি মূলত জনজীবন, প্রকৃতি, উদ্যোক্তা, কর্পোরেট ব্যক্তিত্ব, তথ্য প্রযুক্তি, ভ্রমন, গ্রামীণ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে লেখি। আমি আমার দেশকে ভালো ফিচার সংবাদ উপহার দিতে চাই।

ফটোগ্রাফি, ক্যামেরা নিয়েও আপনার আগ্রহ দেখা যায়। ফটোগ্রাফি নিয়ে কি আলাদা সময় দেওয়া হয়?

সাজেদুর আবেদীন শান্ত: ছবি তোলা আমার নেশা। আমি প্রায়ই ঘাড়ে ক্যামেরা নিয়ে ছবি তুলতে বের হয়ে যাই। মূলত নদী ও প্রকৃতির ছবি তুলতেই বেশি ভালোবাসি। যেগুলো নিয়মিত প্রকাশ হয় প্রথম আলোর নাগরিক পাতায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com