ঢাকারবিবার , ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আমাদের পরিবার
  5. কর্পোরেট বুলেটিন
  6. কৃষি সংবাদ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. ধর্ম ও জীবন
  14. নাগরিক সংবাদ
  15. পদ্মাসেতু
আজকের সর্বশেষ সব খবর

মাস্টার – বিলাস কুমার সরকার

জাগো বুলেটিন
মার্চ ৪, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

মাস্টার
বিলাস কুমার সরকার

আমি মাস্টার, ওহে মাননীয় সরকার
আমি মাস্টার, আমার টাকার নেই দরকার।
আমার কাছে পড়ে কতজন হল মন্ত্রী, ডাক্তার।
আমি সেই হতভাগা মাস্টার।

সন্মানের কলা খেয়ে বেঁচে আছি,
ঘরে অভাব আমার নিত্য বেশি।
সন্তানের মুখে তাকা হয় ভার
কারণ আমি স্কুল মাস্টার।
আমার টাকার কি দরকার!

সারাদিন কথা বলি, পাগলের বেশে চলি
চাকরি করেও ভাবি,
আমার কিছু করা দরকার।
হে ঈশ্বর, কারণ আমি মাস্টার।

অর্নাস, মাস্টার্স করে আমি
বারো হাজার পাঁচশত টাকার চেয়ে হয়নি দামি।
বাসাভাড়া, গ্যাসবিল, পানিবিল ও
বিদ্যুৎ বিল সবকিছু দিয়ে মানি ব্যাগে
শূন্যতা নিয়ে চলছে জীবন আমার।
কারণ আমি মাস্টার।

মাননীয় সরকার
পেট যদি পিঠে ঠেকে
তখন মানুষের বুলি ফোটে
ভাবেনা তখন কি হবে তার?
কারণ প্রত্যেক মানুষের ভালোভাবে বেঁচে
থাকার আছে অধিকার।
হে দয়াল, আমি হতভাগা মাস্টার।

আমি তো চাইনা পাঁচতলা বাড়ি,
দামি এসি গাড়ি,
চাইনা সোনায় মুড়ানো সিংহাসন
তবে কেন এত অনিহা, কি তার কারণ?

হাসি ছিল, সুখ ছিল, সব ছিল মোর।
সার্টিফিকেট দিয়ে চাকুরী দিয়ে
এখন গুনতে হবে দুখের প্রহর।
কারণ আমি মাস্টার, আমি মাস্টার।

সাত-আট শত মাইল দূরে এসে
চাকরি করি, শনিরদৃষ্টি লেগে আছে
কখন যেন গলায় পড়বে দড়ি।
কারণ আমি মাস্টার, আমি মাস্টার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com