শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণী কবি সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার (৬ মে) বিকাল ৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত ঝিনাইগাতী উপজেলা মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে এ সম্মাননা দেয়া হয়।
মহারশি সাহিত্য পরিষদ ঝিনাইগাতীর ভারপ্রাপ্ত সভাপতি কবি জামাল শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি শামছুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, সংগীতজ্ঞ ও জ্ঞানতাপস প্রাকৃতজ কবি শামীম রুমি টিটন।
এতে প্রধান আলোচক ছিলেন মহরশি সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আইয়ুব আকন্দ বিদ্যুৎ। এছাড়া অন্যান্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি আতিক হেলাল, কবি তালাত মাহমুদ, শিশু সাহিত্যিক ছাড়াকার মোস্তাফিজুল হক, কবি হাদিউল ইসলাম, মিস রবেতা ম্রং, ছাড়াকার নূরুল ইসলাম মনি, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, শিশু সাহিত্যিক, উপন্যাসিক ও ছাড়াকার আশরাফ আলী চারু, কবি আনিসুর রহমান, কবি ও সাংবাদিক রফিক মজিদ, কবি জাহাঙ্গীর আলম, জান্নাতুল রিকসনা, আবৃত্তিকার ও সাংবাদিক ইমরান হাসান রাব্বী প্রমুখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com