আজ দুই বাংলার পরিচিত তরুণ সাহিত্যিক শাম্মী তুলতুল-এর জন্মদিন। চট্টগ্রামের একটি অভিজাত পরিবারে আজকের দিনে জন্মগ্রহণ করেন তুলতুল। বাবা আলহাজ আবু মোহাম্মদ খালেদ শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা।
তুলতুলের লেখালেখি শিশু-কিশোরদের জন্য বেশি হলেও সব বয়সী পাঠকের জন্য লিখেন তিনি। তার চোরাবালির বাসিন্দা, পদ্মবু, মনজুয়াড়ি, একজন কুদ্দুস ও কবি নজরুল বইগুলো দুই বাংলায় পাঠকপাঠকপ্রিয়তা অর্জন করেছে। তার প্রকাশিত আরও বই- ভূত যখন বিজ্ঞানী, নানটুঁ ঝান্টূর বক্স রহস্য, গণিত মামার চামচ রহস্য, পিঁপড়ে ও হাতির যুদ্ধ, কচ্ছপ রাজার রাজপ্রাসাদ, টুনটুনির পাখিস্কুল, তালরাজার তাল কাহিনী, চাঁদে বেড়ানোর পাসপোর্ট, নরকে আলিঙ্গন অন্যতম।
শাম্মী তুলতুল-এর কাহিনীতে একটি অনলাইন প্লাটফর্মের জন্য নির্মিত হয়েছে ভূতের নাটক লাল শরবত। তুলতুল নিয়মিত জাতীয় পত্রিকার সাহিত্য পাতায় লিখছেন।
পাঠাগার আন্দোলন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশ বেতারের ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান গ্রন্থনা ও আবৃত্তিশিল্পী হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন তুলতুল।
শিশুসাহিত্যে অবদানের জন্য ইতোমধ্যে শাম্মী তুলতুল পেয়েছেন বেগম রোকেয়া, সুফিয়া কামাল, কবি নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, জলকথা পাণ্ডুলিপি পুরষ্কার। এছাড়াও তার ঝুলিতে রয়েছে আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সন্মাননা, মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড, রোটারিয়ান পুরস্কার (২ বার), সোনার বাংলা সাহিত্য সম্মাননা, কথাসাহিত্যে মাদার তেরেসা এ্যাওয়ার্ড, মহাত্মাগান্ধী পিস এ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড, নারী দিবস সন্মাননা সহ অসংখ্য পুরস্কার।
জন্মদিনে তুলতুলের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com