এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে পারভেজ হুসেন তালুকদারের ছড়াগ্রন্থ ছড়ার ঝলক। ছাদির হুসাইনের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছেন কবিনগর বার্তা। বইটির মলাট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
অভিনেতা ও লেখক এবিএম সোহেল রশিদের ভূমিকায় ছড়ার বইটিতে রয়েছে ২৪টি শিশু কিশোর উপযোগী ছড়া। অসাধারণ নিপুণতায় রচিত ছড়াগুলো শিশু কিশোরদের যেমন ভাসিয়ে নিয়ে যাবে কল্পনার দেশে ঠিক তেমনি দেবে অত্যন্ত সাবলীল শিক্ষা।
পারভেজ হুসেন তালুকদার নিয়মিত দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, মাসিক পত্র পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করেন। মাধ্যমিক পড়ুয়া পারভেজের জন্ম ২০০৫ সালের ২৩শে আগস্ট সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com