
ফড়িং
চিত্তরঞ্জন সাহা চিতু
তিড়িং বিড়িং ফড়িং নাচেে
লম্বা দু’টি পায়ে,
দেখতে ফড়িং দারুন লাগে
সবুজ জামা গায়ে।
কে বানালো তার জামাটি
খোকন প্রশ্ন করে,
খেলার সাথী আমার হবে
আনবো তাকে ধরে।
শুনে ফড়িং জোরসে জোরে
নাচতে নাকি থাকে,
আয় ছুটে আয় খোকন রে তুই
খোকনকে রোজ ডাকে।
বন্ধু হবে দু’জনে তাই
করতে থাকে গান,
ভাঙলো শেষে খোকন সোনার
সকল অভিমান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
