
জান্নাতি ঘ্রাণ
গোলাম আজম
আব্বুকে তার পেয়ে খোকা
হেলেদুলে নাচে,
জান্নাতি ঘ্রাণ শুকে নেব
আয়রে খোকা কাছে।
বুকের সাথে বুক মিলিয়ে
রাখব যে মোর বুক,
তোর পরশে খুঁজে নেব
পৃথিবীর সব সুখ।
নরম হাতের ছোঁয়া যে আর
আধো আধো বোল,
ফুলের সুবাশ ছড়িয়ে দেয়
পেয়ে মায়ের কোল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
