
ঈদের খুশি
জিল্লুর রহমান পাটোয়ারী
ঈদের হাসি ঈদের খুশি,
খোকা খুকির মনে –
কি আনন্দ কি আনন্দ,
গাইছে খুশির গানে।
পড়ছে ওরা নতুন জামা,
ঝলমলিয়ে গায় –
আতর গোলাপ সুবাস ছড়ায়,
খুশিতে আজ বায়।
রোজার শেষে আনন্দ আজ,
খোকা খুকির মনে –
চলছে ওরা ঈদের মাঠে,
উল্লাসে সেই ক্ষণে।
পড়বে নামাজ এক কাতারে,
সব ভেদাভেদ ভুলে –
চাইবে দোয়া বিধাতার কাছে,
খুশিতে প্রাণ খুলে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
