মিলন মেলা
বিজন বেপারী
মাথায় পিঠে ঝোলা নিয়ে
ছুটছে মানুষ ছুটছে,
মনের টানে নাড়ীর টানে
মিলবে ঈদে গাঁয়ে।
আপনজনের সাথে ঈদ
করবে বলে কথা,
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে
বাড়ির পথে ছোটা।
বাবা আসবে জামা নিয়ে
ঢাকা শহর থেকে,
তাইতো খোকা অপেক্ষাতে
পথ পানে চেয়ে।
ঈদ মানে আনন্দ আর
মনের মিলন মেলা,
সকল কষ্ট জল হয়ে যায়
পেলে সবার দেখা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com