নুপূর পায়
মজনু মিয়া
খুকু মণি হেলেদুলে
নুপূর পায় সে হেঁটে যায়,
ঝুমুরঝুমুর বাজনা বাজে
নিত্য করে সারা গায়।
হলুদ পাঁড়ের শাড়ি পরা
বেণি করা চুল দোলায়,
বারেবারে পায়ের দিকে
ফিরে ফিরে চোখ বোলায়।
গুনগুনিয়ে গান গেয়ে যায়
মুচকি মুচকি হাসে আর,
ভেঙচি কাটে দাঁত ও মুখে
সময় নাই তার দাঁড়াবার!
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com