শফিকুল হক আলিফ। পড়াশোনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। পাশাপাশি ফটোগ্রাফার হিসাবে বেশ সুনাম কুড়িয়েছে ইতোমধ্যে।
২০১৫ সালে শুরু হয় আলিফের ফটোগ্রাফির যাত্রা। যাত্রাশুরুর কয়েক বছর পরে লেন্স কিং নামে একটি ওয়েডিং ফটোগ্রাফি টিম নিয়ে নতুন উদ্যোমে কাজ শুরু করেন। বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে স্থির চিত্রের পাশাপাশি ভিডিও নির্মাণেও রয়েছে দক্ষ টিম।
ফটোগ্রাফিতে অনুপ্রেরণার কথা জানতে চাইলে তিনি জানান, শুরুর সময়ে জনপ্রিয় ফটোগ্রাফার এম আর রানা ভাইয়ের ছবি দেখতাম আর কিছু শেখার চেষ্টা করতাম।
ইতোমধ্যে স্থির চিত্র গ্রাহক হিসাবে কাজ করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পরাণ’, জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট, গুড বাজ, ফিমেইল ২ সহ অসংখ্য নাটকে। কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, সবসময়ই শিখছি, সামনে আরও অনেক কিছু শেখার চেষ্টা করছি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com