ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

কটিয়াদীতে ৭ বছরের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

ধ্রুব রঞ্জন দাস কটিয়াদী (কিশোরগঞ্জ)
আগস্ট ২৭, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাইফা আক্তার সারা (৭) নামে এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চরঝাকালিয়া এলাকার হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
শিশুটির পরিবারের কাছে অপহরণকারীরা মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। অপহৃত সাইফা আক্তার সারা উপজেলার জালালপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও কটিয়াদী হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলের নার্সারির শিক্ষার্থী।
পরিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল ছুটির পর সাইফা বাড়িতে না ফেরায় স্বজনরা তার খোঁজে স্কুলে আসে। এ সময় সহপাঠীরা জানান, অজ্ঞাত ব্যক্তি নিজেকে মামা পরিচয় দিয়ে সাইফাকে সাথে নিয়ে গেছে। তারপর বিভিন্ন জায়গায় খোঁজখবর ও মাইকিং করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে অপহৃত শিশুর বাবার মোবাইল নম্বরে একটা অপরিচিত কল আসে। সে নম্বর থেকে মেয়ের মুক্তিপণ হিসেবে পাঁচ হাজার টাকা দাবি করা হয়। অপহৃত সাইফা আক্তারের বাবা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বিকালে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। আমি মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে
পেতে চাই।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, পুলিশ নিখোঁজ সাইফা আক্তার সারার খুঁজে অনুসন্ধান শুরু করেছে।’

 

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com