অনুর্ধ্ব ২১ হকি জাতীয় দলের খেলোয়াড় ইয়াসিন আরাফাত হিমেল-এর জন্মদিন আজ। তিনি কিশোরগঞ্জের হকি একাডেমি একজন খেলোয়াড়।
তিনি পড়াশোনা করেছেন আ.আ. উচ্চ বিদ্যালয় ও বি কে এস পি থেকে। তিনি বর্তমানে সাভার সেনানিবাসে সেনাবাহিনী হকি টিমের সাথে একজন সদস্য হিসেবে আছে।
হকি খেলার মাধ্যমে কিশোরগঞ্জের জেলার সুনাম কুড়াচ্ছে হিমেল। কিশোরগঞ্জের হকি একাডেমি ও আ.আ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। হিমেল জানান, আমার এই জন্মদিন আমি বাড়িতে নিজের পরিবারের সাথে পালন করতে পারছি তাই খুব ভালো লাগছে। কিন্তু আমার প্রিয় টিম বাংলাদেশ সেনাবাহিনী সকল খেলোয়াড়দের খুব মিস করছি। দেশবাসীকে কাছে আমার জন্য দোয়া চাই আমি যেন সুস্থ থাকতে পারি ও দেশে জন্য খেলতে পারি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com